সেপ্টেম্বর ৭, ২০১৮
থানায় অভিযোগ: খেশরায় বিশ্বাসের চকের গাইন পরিবারের জমি দখলের ঘোষণা দিয়েছে গান্ডু ও জয়দেব বাহিনী
ডেস্ক রিপোর্ট: স্বাধীনতা পূর্বকাল থেকে আমলনামা দলিলমূলে ক্রয় করা তালার খেশরার রাজাপুর মৌজার ৪৭ বিঘা জমি ফের গাইন পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে গান্ডু ও জয়দেব বাহিনী। তারা সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর ও আশাশুনির কিছু সন্ত্রাসীকে লেলিয়ে দিয়ে শনিবার ওই জমি দখল করবে বলে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে সেখানে কিছু সরঞ্জাম ফেলেছে। বলেছে শনিবার তারা ঘেরে বাসা তৈরি করবে। এতে বাধা দিতে গেলে লাশ ফেলে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা। 8,772,312 total views, 4,035 views today |
|
|
|