তালা প্রতিনিধি: তালায় অস্ত্রসহ সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. খোরশেদ আলমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামকাটীর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. খোরশেদ আলম তালার সুজনশাহা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ মো. আজগর আলী, এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. জামিরুল ইসলাম নেতৃত্বে উপজেলার ইসলামকাটী গ্রামের যাত্রী ছাউনির পাশের খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. খোরশেদ আলমকে ওয়ান শ্যুটার গানসহ গ্রেফতার করা হয়। এঘটনায় খোরশেদ আলমের বিরুদ্ধে তালা থানায় অস্ত্র আইনে মামলা (নং-০১(০৯)১৮) রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
8,772,128 total views, 3,851 views today