সেপ্টেম্বর ২১, ২০১৮
তালার মধ্য আটারই ঋষিপাড়ায় রাস্তা দখলকে কেন্দ্র করে হামলায় আহত ৬
বি.এম. জুলফিকার রায়হান, তালা: তালার মধ্য আটারই ঋষিপাড়ায় অবস্থিত বাংলাদেশ ফ্রি ব্যাপ্টিস্ট চার্চ মিশন এর ব্যবহৃত একমাত্র রাস্তা বন্ধ করে দেবার চেষ্টাকে কেন্দ্র এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দ রাস্তা বন্ধ করার চেষ্টা করার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই রাস্তা দিয়ে মিশনের প্রায় ২শ’ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় খ্রিষ্টান ও হিন্দু ধর্মালম্বী শতাধিক পরিবার যাতায়াত করে। রাস্তাটি বন্ধ করে দেওয়ার চেষ্টায় খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে অবরুদ্ধ হওয়ার আশংকায় থাকা হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 8,772,693 total views, 4,416 views today |
|
|
|