কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আ ফ ম লুৎফর রহমান মিন্টু। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক সভায় ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, দাতাসহ সবার সম্মতিতে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শ্রীকলা গ্রামের মরহুম করিম বক্সের ছেলে আ ফ ম লুৎফর রহমান মিন্টু সভাপতি নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোজাহার হোসেন কান্টু, সাংবাদিক আশেক মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত অভিভাবক সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে আ ফ ম লুৎফর রহমান সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করে।