কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লাইসিয়াম প্রি-ক্যাডেট স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর রহমান।
নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান রুমির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আমজাদ আলী, গ্রামীণ ব্যাংক মৌতলা শাখার ব্যবস্থাপক তুহিন মিয়া, শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হাকিম, মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিমা খাতুন, স্কুলের প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন, ইউপি সদস্য কাজী হাফিজউদ্দিন বাবু, অভিভাবক আমিনুর রহমান ও সাইফুদ্দিন প্রমুখ।
মা সমাবেশ শেষে ২০১৭ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত এবং ২০১৬ সালের স্টাফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।