সেপ্টেম্বর ২৪, ২০১৮
ব্যাকুল কবি কালের নটবর : সমুদ্র শাহরিয়ার
‘বিশের বাঁশি’ বাঁজাও যাদুকর মোহন সুরে যাক ভেসে যাক সকল জরা পাপ মনের সন্তাপ শান্তি আসুক আবার স্বদেশ জুড়ে। কালের ঘণ্টা বাজাও নটবর বিদ্রোহ করো ‘অগ্নিবীণা’র আগুন ছড়িয়ে দাও দোলন চাঁপার ঘ্রাণ ছড়িয়ে দাও মুক্তি আসুক শহর-গঞ্জ-গ্রামে আমার সোনার স্বদেশ ভূমিতে। দুর্নীতিবিরোধী মিছিলের সামনে কারা লুটেরাদের মুখে মুখোশ আঁটা শ্লোগানের আড়ালে আসল লুটেরার দল লুকোয় তাদের বর্ণচোরা কায়া, ধ্বংস নিশান ওড়াও ব্যাকুল কবি সৃষ্টি সুখে আসুক বসুন্ধরা, সত্য আর সততার হোক জয় জৌলুসে তোমার-‘বাংলাদেশ’ এ। 8,588,866 total views, 5,552 views today |
|
|