সাইফুল ইসলাম, কলেজ প্রতিনিধি (দেবহাটা): প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেবহাটার খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ জাতীয়করণ হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও মাজার জিয়ারত করেছেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করেন তারা।
মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন, খানবাহাদুর আহছানউল্লা সরকারি কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম ও উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদের নেতৃত্বে ৭৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত দেবহাটার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়।