স্পোর্টস ডেস্ক: মুশফিক-মিথুনের ব্যাটে চড়ে পুঁজি ২৩৯ রান, কিন্তু বল হাতে পাকিস্তানের ইনিংস রীতিমত ধসিয়ে দিলেন বাংলাদেশের বোলাররা। এক মোস্তাফিজ একাই নিলেন চার উইকেট। বাকিদের দারুণ ভূমিকা মিলিয়ে পাকিস্তানকে ৩৭ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পা রাখল টাইগাররা। ফাইনালে তাদের সঙ্গী ভারত।
9,014,025 total views, 11,248 views today