দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় বিএনপি সমর্থিত তিন ইউপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ঈদগাহ বাজারে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন, সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোকলেছুর রহমান, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান। এদিকে সখিপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।