সেপ্টেম্বর ১০, ২০১৮
দেবহাটায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী:‘চোখের সমস্যা যাদের আছে শুধু তারাই বোঝে চোখের মূল্য কী’
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের সমস্যা যাদের আছে শুধু তারাই বোঝে চোখের মূল্য কী। চোখ ছাড়া পৃথিবীর সব কিছু অচল। তাই সময় থাকতে চোখের যতœ নিতে হবে। সরকার প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করেছেন। এছাড়া এসকল অঞ্চলের দরিদ্র ও অবহেলিত মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্প মূল্যে অথবা বিনামূলে সেবা প্রদান করে আসছেন। 8,764,442 total views, 5,002 views today |
|
|
|