সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারকেলী গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারকেলী গ্রামের মৃত আহাদ আলি সরদারের ছেলে আনারুল ইসলামের বাড়ির রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হতে থাকে। কিছুক্ষণ পরে আগুন ধরে যায়। এতে পুরো বাড়ি কালো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। দেখতে পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিক কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আনারুল ইসলামের মেয়ে হামিদা খাতুন আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।