ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অরুন রায় (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাতপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুণ রায় পাইকগাছা সদরের অনিল রায়ের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালা থেকে মাছ ব্যবসায়ী অরুন রায় আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ জাতপুরে পৌছুলে ইঞ্জিল ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ তে ঘটনাস্থলেই অরুন রায় নিহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ৪/৯/১৮
9,016,155 total views, 684 views today