তালা প্রতিনিধি: তালার মাগুরা বাজারে শেখ আব্দুল আলীম নিটোল নামের এক ব্যক্তির ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।
শেখ আব্দুল আলীম নিটোল জানান, তার বাড়ির পাশে চার শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। ওই জমিতে তিনি ফসল চাষাবাদ ও ফলজ গাছ রোপণ করেছেন। কিন্তু, প্রতিবেশী মৃত শেখ আব্দুল গোফুরের ছেলে শেখ আবুল হাসান এবং শেখ আব্দুল ওদুদ ওই জমি জোর দখলের জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন সময় রোপণ করা ফসল কেটে নেওয়া, লবণযুক্ত গরম পানি দিয়ে গাছগুলো নিধনের চেষ্টাসহ জমিতে নোংরা আবর্জনা ফেলে জমি দখলের অপচেষ্টা করছে। এনিয়ে প্রতিবাদ করলে তারা হামলা চালানোসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। তিনি জমি কিনে বিপাকে পড়ার ঘটনায় ন্যায় বিচার পেতে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।