চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে ক্যারামের নামে চলছে জুয়ার আসর। আর এসব আসরে হাজার হাজার টাকার দেনদরবার হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, উজিরপুর ও কালিবাড়ী চলছে ক্যারাম বোর্ডের জুয়ার আসর।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উজিরপুর বাজারে বিভিন্ন চায়ের দোকানে তিনটা-চারটা করে বোর্ড সাজানো আছে। আর এসব বোর্ডে দিনের বেলা স্কুলের ছাত্ররাও খেলছে। সন্ধ্যা নামলেই এসব বোর্ডে খেলতে আসে এলাকার সাধারণ মানুষ। তারা কয়েক বার খেলা করে তিন থেকে চার’শ টাকা পর্যন্ত নষ্ট করে চলে যাচ্ছে। এলাকাবাসী জানায়, বেকার যুবকরা ক্যারাম বোর্ড খেলে প্রতিনিয়ত চার পাঁচশ হেরে বাড়ি যাচ্ছে। তারা আরও জানান, বেকার যুবকের পকেটে যখন টাকা না থাকে তখন তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।