কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ আতাউর রহমানের পক্ষে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম ঈদগাহ মোড় সংলগ্ন স্থানে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক খাঁন জাহিদুল ইসলম বাবু, সাবেক সদস্য সচিব মুঞ্জুরুল কবির মিঠু, উপজেলা যুবলীগের (একাংশ) সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটু, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার প্রমুখ।
সমাবশে শেখ হাসিনার উন্নয়ন প্রামান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও মুক্তিযোদ্ধা ভিত্তিক টেলিফিল্ম প্রদর্শন করা হয়।