দেবহাটা প্রতিনিধি: কুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে কুলিয়ার নতুন বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নু। প্রধান অতিথি ছিলেন, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস। এসময় অরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম।
সম্মেলনে শাহিনুর ইসলামকে কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ডে সুজাত আলীকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে গোলাম মোস্তোফাকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কমিটি অনুমোদন করা হয়।