কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে তিন দিনব্যাপী বৃক্ষমেলার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) চৌমুহনী ও বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
চারা বিতরণ অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুর সবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য আব্দুল খালেক, বিষ্ণুপুর ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবলীগ নেতা সবুর হোসেন, আশিক ইকবাল, ফিরোজ হোসেন প্রমুখ।