কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে দারিদ্র্য বিমোচনে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে ইউএসএআইডির খাদ্য ও নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। নবযাত্রা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমবায় অফিসার শেখ মুজিবর রহমান, কৃষি ব্যাংকের ম্যানেজার আজিজুর রহমান প্রমুখ।
9,011,520 total views, 8,743 views today