সেপ্টেম্বর ২৭, ২০১৮
কবি মৃন্ময় মণ্ডলের অসামান্য সৃষ্টি ‘ইন্দুলেখা আগুনের ফুলকি হবে’ লিখেছেন সুভাষ চৌধুরী
![]() ইন্দুলেখা সাম্যের গান গায়। সে হবে প্রীতিলতা, ইলা মিত্র কিংবা মালালার মতো গোলাপ। ইন্দুলেখার কাছে নেই কোনো জাতপাতের বিচার। আগুনের ফুলকি হয়ে সে হবে এক ইতিহাস। 9,173,199 total views, 269 views today |
|
|