আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বীর মুক্তিযোদ্ধা আকবর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বিকালে জানাযা নামাজের পূর্বে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থিতিতে এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চৌকশ পুলিশ দল মরহুম মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন।