আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক কেজি গাঁজাসহ শেখর দাশ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইটের রাস্তা থেকে দেবহাটা থানার গড়িয়াডাঙ্গা গ্রামের রাম দাশের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী শেখর দাশ (৪৯) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেখরের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১(৯)১৮ নং মামলা দায়ের করা হয়েছে। এর আগের রাতে অপর একটি মামলায় কাপসন্ডা গ্রামের উজ্জল হোসেন নামে আরো এক আসামিকে আটক করে পুলিশ।