কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে আশরাফ হোসেন বাবু (৩০) নামে এক মাদক সেবীকে (৩০) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাবু উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক জাহিদ হাসান জানান, বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে সহকারি উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকসেবনরত অবস্থায় কৃষ্ণনগর বাজার থেকে বাবুকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবুকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
এছাড়া বুধবার (২৮ আগস্ট) রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বারি ঢালীর ছেলে আলাউদ্দিন হোসেন এবং একই এলাকার মৃত জব্বার মোড়লের ছেলে সিরাজুল ইসলাম। বুধবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।