বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির জামালনগরে খেলার মাঠে সাইনবোর্ড স্থাপন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের আশাশুনি ও সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে জামালনগর গ্রামের কেয়ারগাতি মৌজায় খাস জমিতে স্থানীয় ক্রীড়ামোদি লোকজন শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ উদ্বোধনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি সম্ববলিত ডিজিটাল সাইনবোর্ডে স্থাপন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন।
কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের আজহারুল, মিজানুর, রায়হান, ইনামুল হক, বদরুল ফকির ও মফিজুল, সোহেল রানা, ফরিদুল, কবিরুল, প্রভাত বিশ^াস ও বিল্লাল হোসেন আহত হয়েছে। এরমধ্যে আজহারুল, মিজানুর, রায়হান ও ইনামুল হককে সাতক্ষীরা সদর হাসপাতালে ও আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার দেবনাথ বলেন, মারামারির ঘটনা আমার জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।