আগস্ট ২, ২০১৮
মণিরামপুরে স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় এক তরুণী আটক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে জুয়েলারী দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় তন্বী রায় (১৭) নামে এক কলেজ পড়ুয়া তরুণী আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মণিরামপুর পৌর শহরের কাকলী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটককৃত তন্বী উপজেলার নাদড়া গ্রামের জগদীস রায়ের মেয়ে। মণিরামপুর বাজার জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন কুমার পালিত জানান, সকাল ১০টার দিকে মেয়েটি আমার দোকানে এসে কয়েক প্রকার সোনার অলংকারের অর্ডার দেয়। তার প্রতি আমার সন্দেহ হলে আমি তার কাছে অলংকার বিক্রি করতে চাইনি। পরে মেয়েটি স্বর্ণপট্টির কাকলী জুয়েলার্সে যেয়ে দেড় লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের চেইন, তিনটি আংটি ও তিন জোড়া কানের দুল অর্ডার দেয়। দোকানদার সে অনুযায়ী অলংকার গুলির ক্যাশ মেমো তৈরি করে তার হাতে বুঝিয়ে দিলে টাকা না দিয়ে প্রতারণা করে দ্রæত দোকান থেকে বের হয়ে ওই তরুণী পালিয়ে যাবার জন্য দৌড় দেয়। পরে তাকে ধাওয়া দিয়ে জনতা পৌর শহরের রাজগঞ্জ ব্রিজের নিকট থেকে ধরে পুলিশে দেয়। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, মেয়েটি থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান। 8,414,258 total views, 2,411 views today |
|
|
|