আগস্ট ১৭, ২০১৮
জমে উঠেছে কলারোয়া পৌর পশুর হাট
কলারোয়া প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে জমে উঠেছে কলারোয়া পৌরসভার পশুর হাট। পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সাপ্তাহিক হাট বার হিসেবে সোমবার ও শুক্রবার কলারোয়া হাটে অন্যান্য দিনের চেয়ে কয়েকগুণ বেশি গবাদি পশু ওঠে। হাটে কোরবানি যোগ্য গরু-ছাগল-মহিষ নিয়ে আসে জেলার বাইরের ব্যাপারীরাও। 8,414,377 total views, 2,531 views today |
|
|
|