কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক তিন মাদকসেবীকে জেল-জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, বুধবার (৮ আগস্ট) সকালে থানার উপ-পরিদর্শক নুর ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক আবু বক্কর উপজেলার নারায়নপুর হাসপাতালের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকসেবনরত অবস্থায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাঁতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদকে আটক করা হয়। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে থানার সহকারি উপ-পরিদর্শক ফেরদৌস ও তারেক রহমান কুশুলিয়া কালভার্ট সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকসেবনরত অবস্থায় বিষ্ণুপুর ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের আক্কাস গাজীর ছেলে তুহিন গাজী ও কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল শেখকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাহিদকে পাঁচ দিনের জেল এবং তুহিন গাজী ও সোহেল শেখকে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করেন।