কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান উপজেলার দুইশ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার অজিহার রহমান, অর্থ কমান্ডার শেখ আব্দুর রউফ, প্রচার কমান্ডার মনির আহমেদ, তারালী ইউনিয়নর কমান্ডার মতলুবুর রহমান, মথুরেশপুর ইউনিয়নের কমান্ডার আহম্মদ আলী, ধলবাড়িয়া ইউনিয়নের কমান্ডার আব্দুল গফ্ফার, মৌতলা ইউনিয়নের কমান্ডার মহিউদ্দিন গাজী, রতনপুর ইউনিয়নের কমান্ডার রেজাউল হক, মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার প্রমুখ।
8,414,327 total views, 2,480 views today