আগস্ট ৮, ২০১৮
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা………
![]() এমএ মামুন, সখিপুর: কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো। এক সময় গ্রাম বাংলার ছেলে-মেয়েরা পড়াশোনা ও কর্ম-ব্যস্ততার ফাঁকে বিভিন্ন ধরণের খেলা করে সময় কাটাতো। এর মধ্যে কানামাছি, দাঁড়িয়াবান্ধা, বউছি, ডাংগুলি, ঘোড়া দৌড়, লুডু, ফুটবল, ভলিবল, কাবাডি, হা-ডু-ডু, লাটিম ছিল অন্যতম। এসব খেলার কথা এখন শুধু মুখে মুখেই শোনা যায়। জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব ও দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে গ্রাম বাংলার বিনোদনের উৎস এসব খেলা হারিয়ে যাচ্ছে। 6,565,878 total views, 4,781 views today |
|
|
|