কালিগঞ্জ প্রতিনিধি: দৈনিক কল্যাণ’র কালিগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের ঘটনায় কালিগঞ্জ প্রেসক্লাব ও অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (১৯ আগস্ট) সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবল আলম বাবলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক অসিত সেন, শেখ ফারুক হোসেন প্রমুখ।