কালিগঞ্জ প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক কল্যাণ’র কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেফতার এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদ জানিয়েছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। তার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্র্টার্স ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, দপ্তর সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সনৎ কুমার গাইন (অবসরপ্রাপ্ত), সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, লাভলু আক্তার, ফারুক হোসেন লিমন প্রমুখ।