রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: যৌতুক দিতে না পারায় স্বামীর ঘরে ফিরতে পারছে না কালিগঞ্জের তাসলিমা (২৪)। চরম অসহায়ত্বের মধ্যদিয়ে শিশু সন্তানকে সাথে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে সে।
তাসলিমা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহাল গ্রামের গফফার গাজীর মেয়ে।
তাসলিমা জানান, প্রায় ৭ বছর পূর্বে রতনপুর ইউনিয়নের দড়িসৈদালীপুর গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে সিরাজুল ইসলামের সাথে তার বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। কিন্তু যৌতুকের দাবিতে তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ প্রতিনিয়ত বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে আসছে।
তিনি বলেন, যৌতুকের টাকা না দিতে পারায় স্বামীর ঘরে ফিরতে পারছি না। ছেলেকে নিয়ে পথে পথে ঘুরতে হচ্ছে।
এ বিষয়ে নির্যাতিত তাসলিমা তার বিচারের দাবিতে সাতক্ষীরা নারী নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেছে। যার নং- সি.আর.পি ২২১/১৫। তিনি বিচারের মাধ্যমে এ সমস্যার সমাধান চান।