আগস্ট ২৯, ২০১৮
মৃত্যুর পূর্বে সোনালীর শেষ কথা তার মৃত্যুর জন্য স্বামী রবিনই দায়ী! ফলোআপ: স্বামী ও শ্বশুর জেলহাজতে
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মৃত্যুর পূর্বে বিএল কলেজ ছাত্রী গৃহবধূ সোনালী ১০ আগস্ট বিকাল ৪টা ৪৮ মিনিটে বড় আক্ষেপ করে তার কাকাতো ভাই মিঠুনকে মোবাইল চ্যাটের মাধ্যমে জানান, “আমি যা কিছু ভুল করেছি তা আর কি বলব, আপসোস করার জায়গা নেই। নিজের লাইফ নিজের হাতে শেষ করে দিলাম! মরতে পারলে বেঁচে যেতাম। আর যদি মরে যাই তাহলে শুধু রবিনই দায়ী থাকবে। তোকে বলে রাখছি ওকে জেলের ভাত খাওয়াবি!” এদিকে সোনালীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। ঘটনার দিন পুলিশ সোনালীর স্বামী রবিন ও শ্বশুর বাবুলাল বিশ্বাসকে আটক করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে। এদিকে পিত্রালয়ে ডুমুরিয়ার আইতলাতে সোনালীর শবদাহ দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 8,704,977 total views, 1,910 views today |
|
|
|