আগস্ট ১৭, ২০১৮
পাইকগাছায় হিন্দু মহাজোটের নবগঠিত কমিটির অভিষেক
পাইকগাছা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সভাপতি অ্যাডভোকেট শিবুপ্রসাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। মহাজোটের উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা সভাপতি কৃষ্ণপদ নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগনেতা শেখ মনিরুল ইসলাম, হিন্দু মহাজোটের জেলা নির্বাহী সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি রতন ভদ্র, মধুসদন সরকার, মিহির কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অসিত বরণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সুশান্ত বাগচী, আইনজীবী মহাজোটের জেলা সভাপতি এ্যাডভোকেট সমর কুমার মণ্ডল, মহিলা মহাজোটের জেলা সভাপতি শ্যামলী মিস্ত্রী, সাধারণ সম্পাদক শিপ্রা শিকদার, চিত্রা নন্দী প্রমুখ। 8,953,902 total views, 9,652 views today |
|
|
|