সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এই ভবনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
অনুষ্ঠানে ডা. রুহুল হক বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। গ্রামের মানুষ এখন বাড়ি বসেই ডিজিটাল সেবা পাচ্ছে। বিনা চিকিৎসায় এখন আর মানুষ মারা যায় না। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে জননেত্রী শেখ হাসিনা। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
প্রসঙ্গত, বিদ্যালয়ের নব নির্মিত ভবনটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।