আগস্ট ৬, ২০১৮
ধলবাড়িয়ায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ
![]() ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছাসহ আশপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ কলকলি খাল। এ খালে পানি যাওয়ার জন্য প্রধান সড়কের নীচে নির্মাণ করা হয় কালভার্ট। সম্প্রতি কালভার্ট ভেঙে যাওয়ায় কদমতলা বাজার থেকে খড়মী সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ও মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। 5,918,702 total views, 3,264 views today |
|
|
|