খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবা ও মানব কল্যাণে ফ্রি রক্তদান ক্যাম্পেইন পালিত হবে। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচিটি আয়োজন করেছে দেয়াড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগ।
আয়োজকরা জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যশোর কেন্দ্রের সহযোগিতায় দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে এই রক্তদান কর্মসূচি পালিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচি উদ্বোধন করবেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব।
কর্মসূচি সফল করতে আয়োজক কর্তৃপক্ষ দল, মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন।