ডেস্ক রিপোর্ট: তালায় পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার মালোপাড়ায় এ ঘটনা ঘটে।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাহুলের বাবার বাড়ি যশোর হলেও সে নানা গোপাল হাওলাদারের বাড়িতে থাকতো।
রাহুলের নানা গোপাল হাওলাদার জানান, তার মেয়ের জমজ সন্তান হওয়ায় রাহুল তাদের বাড়িতে থাকতো। দুপুরে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে খবর দেয়।