আগস্ট ১৭, ২০১৮
তারালীতে জমজমাট গরুর হাট
![]() আব্দুল্লাহ আল মামুন, তারালী (কালিগঞ্জ): পবিত্র ঈদ-উল-আযহা সন্নিকটে। এর মধ্যে জমে উঠছে কালিগঞ্জের তারালীর গরুর হাট। শুক্রবার (১৭ আগস্ট) দুপুর থেকেই ক্রেতাদের পদচারণায় গমগম করছে তারালী গরুর হাট। ক্রেতা বিক্রেতাদের দরকষাকষিতে সরাগম হয়ে উঠেছে ইউনিয়নের একমাত্র এ হাটটি। 5,694,242 total views, 4,043 views today |
|
|
|