কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক ৬ জুয়াড়িকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ছয় জুয়াড়ি হলেন- উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে রবিউল গাজী, গফফার সরদারের ছেলে রিপন সরদার ও লিটন সরদার, মৃত ওবায়েদ আলী গাজীর ছেলে নুরুজ্জামান গাজী, জয়াখালী গ্রামের মোসলেম মোড়লের ছেলে ইব্রাহিম খলিল, বারী গাজীর ছেলে আব্দুর রহমান। কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন জনান, মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করে। পরবর্তীতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জুয়াড়ির প্রত্যেককে দুই শত টাকা হারে জরিমানা করেন। এছাড়াও পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর ১১৬/১২ নং মামলার পলাতক আসামি উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আনছার আলী গাজীর ছেলে আকতার আলীকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করেছে।
6,575,192 total views, 1,281 views today