কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি বাগের মাঠে অনুষ্ঠিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে শ্যামনগর ফুটবল একাদশ।
রোববার (১৯ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত খেলায় শ্যামনগর ফুটবল একাদশ ৫-১ গোলের ব্যবধানে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন সেলিম হোসেন এবং সহকারি হিসেবে ছিলেন রাশেদ ও মাছুম। উল্লেখ্য আগামী ২৩ আগস্ট টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।