কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আকবর ঢালীকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। আকবার উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের জামাত আলীর ছেলে।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, রোববার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক তারেক রহমান ও ফেরদৌসের নেতৃত্বে পুলিশ যশোর জেলার ঝিকরগাছার মাটিকুমড়া বিলের মধ্যে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামি আকবর ঢালীকে গ্রেফতার করেন। সোমবার সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।