কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এসএম মোস্তফা শাহিন। সোমবার (২৭ আগস্ট) কালিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসএম মোস্তফা শাহিন সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে কালিগঞ্জে যোগদান করেন। মঙ্গলবার প্রথম কর্মদিবসে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।