কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কলেজ ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে মারপিট করায় জাহিদ হাসান রানা (১৮) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রানা পৌর সদরের মুরারীকাটি গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, উপজেলার মেহমানপুর গ্রামের এক ছাত্রীকে (১৮) প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে বিরক্ত করে থাকে। এক পর্র্যায়ে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় জাহিদ মেয়েটিকে মারপিট করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।