আগস্ট ১, ২০১৮
আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে সফল খলিষখালীর চাষীরা, ঘুরেছে ভাগ্যের চাকা
মনজুরুল হাসান, খেশরা: মৎস্য চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছেন তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মাছ চাষীরা। প্রায় দুইশ পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটেছে উন্নত প্রযুক্তিতে মাছ চাষে করে। আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে মাছচাষীরা বাড়িতেই তৈরি করছেন উন্নত মানের খাবার, ঘেরে বা পুকুরে ব্যবহার করছেন বায়োসিকিইরিটি নেট, মাছের রোগ-প্রতিরোধে প্রয়োগ করছেন প্রবায়োটিকসসহ আরো অনেক পরিবেশবান্ধব প্রযুক্তি। 8,811,598 total views, 17,843 views today |
|
|
|