জুলাই ২৯, ২০১৮
রাজনীতিতে সৎ থাকাও বড় আন্দোলন
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। ছিলেন সাংস্কৃতিক কর্মী। এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৮৩ সালে ছাত্র মৈত্রীর সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৮৯ সালে কমিউনিস্ট লীগের সাতক্ষীরা জেলা সম্পাদক নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনটি পার্টি ঐক্যবদ্ধ হয়ে গঠিত ওয়ার্কার্স পার্টির শুরু থেকেই সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৪ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও ২০০৮ সালে পূর্ণ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করছেন। ‘ব্যক্তিগত জীবন, সাতক্ষীরায় বামপন্থী রাজনীতির বর্তমান অবস্থা ও বিকাশ’ নিয়ে তিনি কথা বলেছেন সুপ্রভাত সাতক্ষীরা’র সাথে। সাক্ষাৎকার নিয়েছেন বাহলুল করিম, আব্দুল কাদের ও আরিফুল ইসলাম রোহিত। সুপ্রভাত সাতক্ষীরা: কেমন আছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার জন্মস্থান, পরিবার-পরিজন ও পূর্বপুরুষের বসতি সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: আপনার বাবা কী করতেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার শিক্ষা জীবন? সুপ্রভাত সাতক্ষীরা: পড়াশুনা শেষে- সুপ্রভাত সাতক্ষীরা: বাল্যকালে কেমন ছিলেন? সেই সময়গুলো কিভাবে কাটিয়েছেন? সুপ্রভাত সাতক্ষীরা: পড়াশুনা শেষে সরকারি চাকরির চেষ্টা করেন নি? সুপ্রভাত সাতক্ষীরা: ছোটবেলার এমন কোন ঘটনা আছে, যা আপনাকে ভাবিয়ে তোলে- সুপ্রভাত সাতক্ষীরা: রাজনীতিতে আসলেন- হাতেখড়ি কীভাবে? সুপ্রভাত সাতক্ষীরা: তারপর রাজনীতিতে যোগ দিলেন? সুপ্রভাত সাতক্ষীরা: এরপর বামধারার রাজনীতিতে পুরোপুরি নিজেকে জড়িয়ে ফেললেন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনি ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি। এই এলাকায় ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সক্ষমতা বিকাশে কতটুকু ভ‚মিকা রাখতে পেরেছেন- সুপ্রভাত সাতক্ষীরা: বর্তমানে জাসদ এবং ওয়ার্কার্স পার্টির মত বড় দুটি বাম দল সরকারের সাথে অবস্থান করছে- এই প্রেক্ষাপটে সাতক্ষীরায় বাম রাজনীতির বিকাশ নিয়ে কি ভাবছেন? সুপ্রভাত সাতক্ষীরা: ২০১৩ সালে ঘটে যাওয়া সহিংসতার সময় আপনার ভ‚মিকা কী ছিল? সুপ্রভাত সাতক্ষীরা: অন্যান্য বাম দলগুলো আপনার কাছে সহযোগিতা চাইতে আসে? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার রাজনৈতিক জীবনে কোন বাঁধা এসেছে – কীভাবে মোকাবেলা করেছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তালা-কলারোয়ায় কতটুকু কাজ করতে পেরেছেন, কী কী বাঁধা এসেছে? সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরার প্রেক্ষাপটে বাম ধারার রাজনীতি বিকশিত হচ্ছে না কেন? বাম ধারার রাজনীতি বিকাশের জন্য কী কী করা উচিৎ বলে করেন? সুপ্রভাত সাতক্ষীরা: সামনে একাদশ সংসদ নির্বাচন, কী ভাবছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার জীবনের স্মরণীয় ঘটনা জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: অবসরে কী করতে ভালবাসেন? সুপ্রভাত সাতক্ষীরা: কীভাবে একজন রাজনীতিক সফলতা পেতে পারে? সুপ্রভাত সাতক্ষীরা: রাজনৈতিক জীবনে আপনি সবচেয়ে কাকে বেশি পাশে পেয়েছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি কি মনে করেন আপনার সব যোগ্যতা দিয়ে নির্বাচনী এলাকায় কাজ করতে পেরেছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনাকে অনেক ধন্যবাদ। 8,807,914 total views, 14,159 views today |
|
|
|