দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুলাই) বিকাল ৪টায় চন্ডিপুর গ্রামের ইয়াকুব মাস্টারের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আনোয়ার মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বক্তারা শিশুদের প্রতি অভিভাবদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। শিশুরা ঠিকমত লেখাপড়া করছে কি না সে ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগযোগ রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক পরিচালনা করেন বিদ্যালয়ের অফিস সহায়ক লাভলু রহমান।