জুলাই ২৬, ২০১৮
মণিরামপুরে ভাসমান খাঁচায় তেলাপিয়া মাছ চাষে স্বপ্ন দেখছেন চাষীরা
মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড় তথা মুক্ত জলাশয়ে মাছ চাষের পর এবার মণিরামপুরে মুক্ত জলাশয়ে ভাসমান খাঁচায় নতুন প্রযুক্তিতে মাছ চাষ শুরু করেছে মৎস্য চাষীরা। মৎস্য অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মাছ চাষ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় উপজেলার কোমলপুর মালোপাড়া-সংলগ্ন ঝাঁপা বাঁওড়ে ১০টি ভাসমান খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ করা হচ্ছে। উপজেলা মৎস্য অফিস এটিকে পাইলট প্রকল্প হিসেবে নিয়েছেন। আর এই প্রক্রিয়ায় মাছ চাষকে লাভজনক ও সম্ভাবনাময় হিসেবে দেখছেন মৎস্য চাষীরা। 8,601,392 total views, 9,271 views today |
|
|
|