জুলাই ২৯, ২০১৮
পানি উন্নয়ন বোর্ডের আর প্রয়োজনীয়তা নেই
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম। সাতক্ষীরা শহরের সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ১৯৬৯ সালে পিএন স্কুল থেকে বরগুনা উচ্চ বিদ্যালয়ে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও ১৯৭২ সালে মাধ্যমিক, ১৯৭৪ সালে যশোর এমএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরে অর্থনীতিতে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছেন। কর্মজীবনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে চার বছর, অর্থনীতি বিভাগের শিক্ষক, দেবহাটার খান বাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা দিবা নৈশ কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি সাতক্ষীরার মানুষের সমস্যা-সম্ভাবনায় সবসময় রাজপথ কাপিয়েছেন আন্দোলন সংগ্রামে।‘সাতক্ষীরার নাগরিক সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে তিনি কথা বলেছেন সুপ্রভাত সাতক্ষীরার সাথে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাহলুল করিম, এসএম নাহিদ হাসান ও নুরুল হুদা- সুপ্রভাত সাতক্ষীরা: কেমন আছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার জন্মস্থান, আদি বসতি ও পরিবার-পরিজন সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: আপনার শিক্ষাজীবন- সুপ্রভাত সাতক্ষীরা: পেশাগত জীবন- সুপ্রভাত সাতক্ষীরা: রাজনীতি করতেন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনি দীর্ঘদিন দৈনিক সাতক্ষীরা চিত্র সম্পাদনা করেছেন। একটি পত্রিকা অর্থাৎ গণমাধ্যম জনগণের জন্য কীভাবে কাজ করতে পারে- সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরার নাগরিক আন্দোলন সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: বিভিন্ন নাগরিক আন্দোলনে আপনার সম্পৃক্ততা দেখতে পাই- এসব বিষয়ে কাজ করার উৎসাহ/প্রেরণা পেয়েছেন কোথা থেকে- সুপ্রভাত সাতক্ষীরা: জলাবদ্ধতা সাতক্ষীরার সমসাময়িক সবচেয়ে বড় সমস্যার নাম। তালা-কলারোয়া-সদর উপজেলার বিভিন্ন অংশ ছাড়িয়ে এখন শহরেও- এ বিষয়টি কিভাবে দেখছেন- সুপ্রভাত সাতক্ষীরা: শহরেও জলাবদ্ধতা দেখা দিচ্ছে, এই সংকট তৈরির কারণ কি? সুপ্রভাত সাতক্ষীরা: জলাবদ্ধতা সমস্যা সমাধানে কী করা যেতে পারে- সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরার মরিচ্চাপ, কপোতাক্ষ, বেতনা আজ মৃতপ্রায়। এসব নদীর প্রাণ ফেরাতে নাগরিক কমিটি কোন ভূমিকা রেখেছে কী না- সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর এলাকার নাগরিক সমস্যা- সুপেয় খাবার পানির সংকট, রাস্তা-ঘাটের বেহাল দশা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকা প্রভৃতি সমস্যা নিয়ে নাগরিক কমিটি কী ভাবছে- সুপ্রভাত সাতক্ষীরা: জেলা শহরে বেশ কয়েকবছর ধরে তীব্র যানজট দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানে কি সুপারিশ করবেন- সুপ্রভাত সাতক্ষীরা: প্রাণ সায়ের খাল- ময়লার ভাগাড়। দখল হয়েছে দু’পাশ। পরিবেশ নষ্ট হচ্ছে শহরের- প্রাণ সায়ের খাল নিয়ে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: ভোমরা বন্দর দেশের অন্যতম প্রধান বন্দর- পূর্ণাঙ্গ হয়েও হলো না- সব পণ্য আমদানির সুযোগ মেলেনি এখনো- এর মাধ্যমে বিকশিত হতে পারে সাতক্ষীরার অর্থনীতি- বন্দর নিয়ে কী ভাবেন- সুপ্রভাত সাতক্ষীরা: জেলাব্যাপী নদী-নালা-খাল দখলের প্রতিযোগিতা চলছে- সুপ্রভাত সাতক্ষীরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে উপক‚লীয় মানুষ আতংকে থাকে সবসময়- পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই- এসব বিষয় নিয়ে নাগরিক কমিটি কী ভাবে- সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরার ভ‚মিহীন আন্দোলন নিয়ে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: আন্দোলন সংগ্রামে কখনও বাঁধার সম্মুখীন হয়েছেন- সুপ্রভাত সাতক্ষীরা: আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্যই তো ‘স্বপ্নের সাতক্ষীরা’ গড়া- কেমন সাতক্ষীরার স্বপ্ন দেখেন- 8,414,532 total views, 2,685 views today |
|
|
|