কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের অর্থায়নে মৌতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী, প্রসূতি ও সাধারণ রোগীদের বসার জন্য চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী মৌতলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক সংকর সিংহের এর নিকট এই চেয়ার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজেদুল হক সাজু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, ফেরদাউস মোড়ল, কাজী হাফিজুদ্দীন বাবু, মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান সুমন, মৌতলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আল-আমিন হোসেন, মৌতলা ইউনিয়নের গ্রাম আদালত সহকারী রেবেকা সুলতানা প্রমুখ।