জুলাই ২৩, ২০১৮
মণিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় আহত ২
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের ভা-ারীমোড়ে এ ঘটনা ঘটে। এসময় ভ্যানের যাত্রী উত্তম হালদারও (৪৫) আহত হন। আহত শহিদুল ইসলাম ঝিকরগাছার অমৃত বাজার এলাকার মজুল হকের ছেলে। যাত্রী উত্তম হালদার একই উপজেলার জামালপুর গ্রামের বকুল হালদারের ছেলে। তারা দুইজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা মাইক্রোবাসের চালক ও হেলপারসহ বাসটি আটকে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের আড়তে মাছ নিতে আসছিলেন উত্তম ও ইসমাইল। তারা ভা-ারীমোড় ক্রস করার সময় রাজগঞ্জের দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৩৩০২) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ও যাত্রী ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 8,944,683 total views, 433 views today |
|
|
|